
ইউএস ওপেন চ্যাম্পিয়ন ব্রিটিশ তারকা এমা রাডুকানুর অস্ট্রেলিয়ান ওপেন যাত্রা থেমে গেল দ্বিতীয় রাউন্ডেই। যদিও শুরুটা দারুণ হয়েছিল তার। মেলবোর্নের মার্গারেট কোর্ট অ্যারেনায় রাডুকানুকে ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে হারিয়েছেন মন্টিনেগ্রোর দানকা কোভিনিচ। এদিকে পুরুষ এককে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন আরেক ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে।