কানাডা
ফেডারেল সরকারের দিনে ১০ ডলার চাইল্ড কেয়ার কর্মসূচিতে সম্মতি দিয়েছেন নুনাভেট প্রাদেশিক সরকার

ফেডারেল সরকারের দিনে ১০ ডলার চাইল্ড কেয়ার কর্মসূচিতে সম্মতি দিয়েছেন নুনাভেট প্রাদেশিক সরকার। অনলাইনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বিষয়ে এ ঘোষনা দিয়েছেন নুনাভেটের প্রিমিয়ার পি.জে. আকিয়াগোক। এরফলে অন্টারিও ছাড়া সব প্রদেশ ফেডারেল সরকারের এই কর্মসূচতে সমর্থন জানালো।