যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি বাড়ি থেকে শতাধিক সাপ উদ্ধার করা হয়েছে

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি বাড়ি থেকে শতাধিক সাপ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিষাক্ত ব্ল্যাক মাম্বা, গোখরা এবং র্যাটল স্নেকসহ কমপক্ষে ১২৪টি সাপ। এসময় ডেভিড রিস্টন নামের বাড়ির মালিককে একজন প্রতিবেশী মৃত অবস্থায় পান। তাঁর বাড়িতে সাপ রাখার জন্য অনুমতি ছিল, তবে বিষাক্ত সাপ নয়।