কানাডা
কনজারভেটিভ দলের নেতৃত্ব মূল্যায়নে পিটিশন দাখিল করেছেন দলটির সাউদার্ন অ্যালবার্টার কনজারভেটিভ পার্টি রাইডিং এসোসিয়েশনের সদস্যরা

কনজারভেটিভ দলের নেতৃত্ব মূল্যায়নে পিটিশন দাখিল করেছেন দলটির সাউদার্ন অ্যালবার্টার কনজারভেটিভ পার্টি রাইডিং এসোসিয়েশনের সদস্যরা। এতে চ্যালেঞ্জের মুখে পড়বে কনজারভেটিভ নেতা এরিন ও’টুলের নেতৃত্ব। এর আগে একই ধরণের আবেদন করেছিলেন দলটির সাস্কেচুয়ানের নেতারা। গেল নির্বাচনে পরাজয়ের পর তীব্র সমালোচনায় পড়েন এরিন ও’টুলে।