
করোনা মহামারির মধ্যেও দক্ষিণ কোরিয়ার অর্থনীতি দ্রুত গতিতে এগিয়েছে। এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে নিক্কেই এশিয়া। আরও জানায়, ২০২১ সালে দেশটির জিডিপি বেড়েছে ৪ শতাংশ। এছাড়া চলতি বছর দেশটির জিডিপি তিন শতাংশ বাড়বে। এদিকে দেশটিতে এখন দৈনিক করোনার সনাক্তের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে।