
করোনার আগের অবস্থায় ফিরে যেতে আগ্রহী বেশিরভাগ কানাডীয় নাগরিক। এমন তথ্য ওঠে এসেছে ইপসোসের এক জরিপে। এতে দেখা যায়, দুই-তৃতীয়াংশ কানাডীয় মনে করেন করোনা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে রাখতে পর্যাপ্ত চেষ্টা করছে না ফেডারেল সরকার। তবে অন্তত ২০ শতাংশ অংশগ্রহণকারী বলেন, তারা ইতিমধ্যে স্বাভাবিক জিবনে ফিরেছেন।