কানাডা
“করোনার মহামারির মধ্যেই বেঁচে থাকা শিখতে হবে আমাদের”- ডাগ ফোর্ড

অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড বলেছেন, করোনার মহামারির মধ্যেই বেঁচে থাকা শিখতে হবে আমাদের। এর একদিন আগে একই কথা বলেন অন্টারিওর র্শীষ চিকিৎসক ডাক্তার কিরেন মুর। এছাড়া ডাগ ফোর্ড বলেন, ওমিক্রনের সংক্রমণ প্রতিরোধে লকডাউন ভালো ফল দিয়েছে।