কোভিড-১৯
নিউকোভ আতঙ্ক: আরও গবেষণার কথা বললেন বিজ্ঞানীরা

করোনার নতুন ধরন ‘নিউকোভ নিয়ে চীনা বিজ্ঞানীরা আতঙ্কের কথা জানালেও বিষয়টি নিয়ে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।বাদুড়ের শরীরে নিউকোভ নামে এই ভ্যারিয়েন্ট শনাক্ত করে আফ্রিকার একদল বিজ্ঞানী। এরপরই নিওকোভ নিয়ে সতর্ক হবার পরামর্শ দেন চীনসহ বিভিন্ন দেশের স্বাস্থ্যবীদরা।