
একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। নতুন করে জাগাং প্রদেশের পূর্ব উপকূল থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে মাঝারি দূরত্বের হোয়াসং টুয়েলভ। ২০১৭ সালের পর উত্তর কোরিয়ার এটিই সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এ নিয়ে এক মাসের মধ্যে সাত বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পিইয়ংইয়ং।