কোভিড-১৯বিশ্ব

বিশ্বজুড়ে করোনার দাপট

নন্দন নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে করোনার ভয়াল থাবায় বিধ্বস্ত শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র গত ২৪ ঘণ্টায় দুই মাস পর সর্বনিম্ন সংক্রমণ দেখেছে। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখের কম। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৩২৯ জনের।

ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ৯ টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় বিশ্বে ২১ লাখ ১২ হাজার ২৭৯ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলেছে। এ সময়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৭৮২ জন।

গত দুই মাস পর সংক্রমণ কমে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করোনা শনাক্ত হয়েছে ৯৬ হাজার ৯৫৪ জনের।

সংক্রমণের দিক দিয়ে প্রথম অবস্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে ২ লাখ ৪৯ হাজার ৪৪৮ জনের শরীরে করোনা সংক্রমণ ঘটেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১২৭ জন মারা গিয়েছে।

শেষ ২৪ ঘণ্টায় করোনায় দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত হয়েছে প্রতিবেশি দেশ ভারতে। ভারতে ১ লাখ ৭৩ হাজার ১৬২ জনের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে ওয়ার্ল্ডোমিটার। ভারতে গত ২৪ ঘণ্টায় ৮৯২ জন মানুষ মারা গিয়েছে।

নতুন সংক্রমণে তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে শেষ ২৪ ঘণ্টায় নতুন রেকর্ড শনাক্ত হয়েছে ১ লাখ ২১ হাজার ২২৮ জন। মৃত্যু হয়েছে ৬১৭ জনের।

এছাড়াও শেষ ২৪ ঘণ্টায় ইটালি, জার্মানি এবং ব্রাজিলে নতুন শনাক্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button