কানাডা
অন্টারিও এবং কুইবেকে ধীরেধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন

অন্টারিও এবং কুইবেকে ধীরেধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। ইতিমধ্যে বেশকিছু করোনার বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে। ভীড় লক্ষ করা গেছে অন্টারিওর ক্যাফেগুলোতে। এছাড়া উপস্থিতি বেড়েছে জিম এবং বিনোদনকেন্দ্র গুলোতে। ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ায় আনন্দ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।