
অন্টারিওর বিজ্ঞান উপদেষ্টা টেবিল অনুমান করে যে, বর্তমান অমিক্রণ তরঙ্গের সবচেয়ে খারাপটি কেটে গেছে। তবে আগামী ফেব্রুয়ারি ও মার্চ মাস পর্যন্ত হাসপাতলে কোভিড রোগী ভর্তির প্রত্যাবর্তন চলতে থাকবে। বিজ্ঞান টেবিল আরো জানায় যে, জানুয়ারির ১১ তারিখে কেইস সর্বোচ্চ ছিল এবং ডিসেম্বর ১ থেকে এখন পর্যন্ত ১.৫ থেকে ৪ মিলিয়ন সংক্রমণ হয়েছে। পাশাপাশি তারা আরও জানায় যে, তারা তাদের সক্ষমতা নিশ্চিত করার ক্ষমতায় আত্মবিশ্বাসী যেন রোগীরা তাদের প্রয়োজনীয় যত্ন সুবিধা পেতে পারে। এছাড়াও, অধিক হারে টিকা গ্রহণ মহামারীর প্রভাবকে কমাবে বলেও উল্লেখ করা হয়।