
পরিসংখ্যান কানাডা বলেছে , বছরের শেষদিকে কোভিড কেস বাড়তে শুরু করার আগে গত নভেম্বরে প্রকৃত মোট দেশীয় পণ্য উৎপাদন বেড়েছে ০.৬ শতাংশ। সংস্থাটি আরো বলেছে ডিসেম্বরের জন্য প্রাথমিক অনুমান থেকে বোঝা যায় যে , পুরো বছরের জন্য প্রবৃদ্ধি ৪.৯ শতাংশে আনতে ২০২১ সালের শেষ মাসে প্রকৃত জিডিপি অপরিবর্তিত ছিল।