কানাডা
কনজারভেটিভ পার্টির নেতৃত্ব থেকে ভোটে হেরে ইরিন ও’ টুলের বিদায়

কনজারভেটিভ পার্টির নেতৃত্ব থেকে ভোটে হেরে ইরিন ও’ টুলের বিদায় ।
অন্টারিওর এমপি এবং ন্যাশনাল ককাস চেয়ার স্কট রিড এক বিবৃতিতে বলেছেন যে,৭৩
জন কনজারভেটিভ এমপি তাকে প্রতিস্থাপন করার পক্ষে ভোট দিয়েছেন এবং ৪৫ জন
তাকে সমর্থন করেছেন। কনজারভেটিভ পার্টির এমপিদের এখন অন্তর্বর্তীকালীন
নেতা নির্বাচন করতে হবে। কানাডিয়ান এক প্রেস বিবৃতিতে বলা হয় , “ইরিন ও'টুল
কেবল পার্টিকে ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হননি সাম্প্রতিক সময়ে তার কথা ও কাজ
গুলো আরো বেশি অনৈক্য তৈরি করেছে”। ৪৯ বছর বয়সী এই নেতা ২০২০ সালের আগস্ট
মাসে পার্টির নেতৃত্বের নিয়ন্ত্রণ নিয়েছিলেন। সূত্র cp24।