কানাডা পূর্ব ইউরোপে আরো বাহিনী পাঠানোর বিষয়ে মিত্রদের সাথে কথা বলছে বলে জানিয়েছেন কানাডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ

আন্তর্জাতিক: কানাডা পূর্ব ইউরোপে আরো বাহিনী পাঠানোর বিষয়ে মিত্রদের সাথে কথা বলছে বলে জানিয়েছেন কানাডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ। তিনি বুধবার লাটভিয়ান রাজধানী রিগা থেকে একথা বলেন ,তবে তিনি এ সিদ্ধান্ত কখন আসতে পারে তা জানাতে অস্বীকার করেন। তিনি বলেন, “বর্তমানে আমরা পূর্ব ইউরোপে শক্তিশালী করার বিকল্পগুলি বিবেচনা করছি। আমরা আমাদের মিত্রদের সাথে কাজ করছি এবং জোট জুড়ে সমন্বয় করছি”। ইতিমধ্যে ডেনমার্ক,স্পেন এবং নেদারল্যান্ডস সাম্প্রতিক সপ্তাহে অতিরিক্ত সেনা, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করে পূর্ব ইউরোপে তাদের সামরিক বাহিনী বাড়িয়েছে। এদিকে, গত সপ্তাহে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, কানাডা ইউক্রেনে তার প্রশিক্ষণ মিশনকে আরো ৩ বছরের জন্য প্রসারিত করেছে এবং সামরিক সহায়তার একটি সু্ট এর অংশ হিসেবে আরো ৬০ জন প্রশিক্ষক যোগ করবে যার মধ্যে নাইট ভিশন গগলস এবং সাজোয়া ভেস্ট রয়েছে। তবে অটোয়া এখনো কানাডা ও অন্যান্য ন্যাটো মিত্রদের শক্তি বৃদ্ধির জন্য লাটভিয়ান আহবানে সাড়া দেয়নি।
সূত্র সিপি ২৪