কানাডা
যেন হাসপাতালে যাতায়াতে কোন বিঘ্ন না ঘটে তাই টরন্টো পুলিশ ট্রাকার বিক্ষোভের প্রস্তুতি হিসেবে কিছু রাস্তা বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছে

টরন্টো পুলিশ ট্রাকার বিক্ষোভের প্রস্তুতি হিসেবে কিছু রাস্তা বন্ধ করার
পরিকল্পনা ঘোষণা করেছে যেন হাসপাতালে যাতায়াতে কোন বিঘ্ন না ঘটে। কারণ
বৃহস্পতিবার মেয়র টরী বলেছেন, সপ্তাহান্তে ট্রাকার বিক্ষোভে অটোয়া ব্যাঘাতের
পুনরাবৃত্তি রোধে সিটি-কে অবশ্যই “সবকিছু” করতে হবে। টরোন্টোর হাসপাতালের
স্বাস্থ্যসেবা কর্মীদের তাদের নিয়মিত ইউনিফর্ম না পড়তে বলা হচ্ছে যা তাদের চিহ্নিত
করবে, কারণ বেশ কয়েকটি এন্টি ভ্যাকসিন ট্রাকার কুইন্স পার্কে একটি বিক্ষোভ করার
পরিকল্পনা করছে। আগামী শনিবার রাত ১২টায় কুইন্স পার্কে অনুষ্ঠিত হতে যাওয়া
“কনভয় ফর ফ্রিডম” বিক্ষোভের সময় হাসপাতালের চারপাশে অতিরিক্ত নিরাপত্তা
স্থাপন করা হবে।এদিকে প্রিমিয়ার ডাগ ফোর্ড আজ এক সংবাদ সম্মেলনে বিক্ষোভ
প্রসঙ্গে সাংবাদিকদের বলেন যে, “সহিংসতা কোনোভাবেই সহ্য করা হবে না”।
সূত্র cp24