কানাডা
কানাডায় জানুয়ারি মাসে অমিক্রণ এর দ্রুত বিস্তার এর কারণে ২০০,১০০ জনের চাকরি হারিয়েছে

অমিক্রণ এর দ্রুত বিস্তার এর কারণে কানাডার অর্থনীতি জানুয়ারি মাসে ২০০,১০০
জনের চাকরি হারিয়েছে, যখন কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছিল কোভিডের
সংক্রমণ গতি কমানোর জন্য। তবে বেশিরভাগ লক্ষনই বর্তমানে দ্রুত পুনরুদ্ধারের
দিক নির্দেশ করে। এটিকে এক বছরের মধ্যে সবচেয়ে বড় পতন হিসেবে চিহ্নিত করেছে
স্ট্যাটিসটিকস কানাডা। শুক্রবার সংস্থাটি জানায়, ৪০ শতাংশেরও বেশি কর্মচারী
জানুয়ারিতে বাড়ি থেকে কাজ করেছে যা গত কয়েক মাসে ৪ জনের মধ্যে ১ জনের চেয়েও
বেশি। বেকার মানুষের মোট সংখ্যা ১০৬,০০০ বেড়ে বা মাসে মাসে ৮.৬শতাংশ বেড়ে
জানুয়ারিতে ১.৩৪ মিলিয়নে পৌঁছেছে।
সূত্র cp24