ভারত
কানাডায় দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে ট্রাকারদের আন্দোলন

কানাডায় দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে ট্রাকারদের আন্দোলন। ইতিমধ্যে অটোয়ার গুরুত্বপূর্ণ রাস্তা দখল করেছে তারা। এছাড়া চলতি সপ্তাহে আন্দোলন আরও বড় করার ঘোষনা দিয়েছেন আয়োজকরা। এদিকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে পুলিশকে। বিক্ষোভ ছড়িয়েছে ব্রিটিশ কলম্বিয়া এবং টরেন্টোতেও। কুইন’স পার্কে জড় হয়ে ‘স্বাধীনতা‘ স্লোগান তুলেছেন একদল বিক্ষোভকারী।