চীন
চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের মধ্যেই পর্দা উঠল বেইজিং শীতকালীন অলিম্পিকসের

চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের মধ্যেই পর্দা উঠল বেইজিং শীতকালীন অলিম্পিকসের। এই বেইজিংয়েই ১৪ বছর আগে গ্রীষ্মকালীন অলিম্পিকসের জমকালো আসর দেখেছিল বিশ্ব। এবারে কানাডাসহ ৯১ দেশের এথলেটরা অংশ নিচ্ছেন। চলতি আসরের মেন’স মগুল ইভেন্টে সিলভার পদক জিতেছেন কানাডার মিকায়েল কিংসবারি।