কানাডাকোভিড-১৯স্বাস্থ্য

“কোভিডের সাথে বাঁচতে শিখুন”

বিশেষজ্ঞরা কোভিড সংক্রান্ত স্বাস্থ্য বিধি নিষেধের পরিবর্তে জনগণের জন্য”কোভিডের সাথে বাঁচতে শিখুন”বিষয়ে বার্তা দেয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন। অন্টারিওর বাসিন্দাদের সম্প্রতি তাদের স্বাস্থ্যের প্রধান কর্মকর্তা ডাক্তার কাইরেন মুর এই কথাগুলি বলেছেন। তবে বিশেষজ্ঞরা মনে করেন, এর অর্থ এই নয় যে, এখনই সবকিছু ২০১৯ সালের কোভিড পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া সম্ভব । এছাড়া অন্টারিওর স্বাস্থ্যমন্ত্রী এবং প্রিমিয়ার ডাগ ফোর্ডও এই শব্দগুলি বর্তমানে ব্যবহার করছেন। কাজেই,বিশেষজ্ঞরা এখনই এ ধরনের কথা বলার ক্ষেত্রে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের জনগণের প্রতি তাদের বার্তা পরিমার্জনের কথাও উল্লেখ করেন। অটোয়া বিশ্ববিদ্যালয়ের এপিডেমিওলজিস্ট রাওয়াত দেওনন্দ মনে করেন,”বার্তার অংশ হওয়া উচিত আমাদের ভয় পাওয়া উচিত নয়”। তিনি আরো বলেন,” যারা সম্পূর্ণভাবে টিকা দেয়া এবং বুস্টার গ্রহণ করা তাদের জন্য ব্যক্তিগত ঝুঁকি অনেক কমে গেছে কিন্তু তা শূন্য হবে না”।তবে ডাক্তার মুর মহামারীর সময় গুরুত্ব দেয়া
মৌলিক জনসাস্থ্য নীতি অব্যাহত থাকবে বলে আশা করেন।

সূত্র cp24

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button