ইউরোপবিশ্বযুক্তরাষ্ট্র
কানাডা পোস্ট রানী এলিজাবেথের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে নতুন ডাকটিকেট জারি করেছে

কানাডা পোস্ট রানী এলিজাবেথের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে নতুন ডাকটিকেট জারি করেছে। রানী তার প্লাটিনাম জুবিলী বছর শুরু করেছেন। এই ৭০বছরের রাজত্ব এখন থেকে তাকে ব্রিটিশ এবং কমনওয়েলথ ইতিহাসের দীর্ঘতম শাসক হিসেবে চিহ্নিত করবে। প্রিন্সেস এলিজাবেথ কেনিয়ায় থাকাকালীন ৬ই ফেব্রুয়ারি হাজার ১৯৫২ তারিখে রাজা ষষ্ঠ জর্জ মারা যান। তার মৃত্যুর সাথে সাথেই তিনি সিংহাসনে অধিষ্ঠিত হন, যদিও পরের বছর পর্যন্ত এ সংক্রান্ত সরকারি কোনো সুযোগ-সুবিধা উপভোগ করেন নি। গভর্নর জেনারেল মেরি সাইমন এই উপলক্ষে রানী কে অভিনন্দন জানাতে একটি বিবৃতি জারি করেছেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও অভিনন্দন জানিয়েছেন।
সূত্র সিটি নিউজ