
কানাডায় কমতে শুরু করেছে করোনাভাইরাসের দাপট। ইতিমধ্যে অন্টারিও এবং কুইবেকের গড় আক্রান্তের হার এবং মৃত্যু গেল দুই সপ্তাহের তুলনায় অর্ধেকে নেমেছে। এছাড়া করোনার বিধিনিষেধ শিথিল করা হয়েছে বেশকিছু এলাকায়। তবে করোনা মহামারির সতর্কতা জারি করা হয়েছে সাস্কেচুয়ানে।