
টিটিসি এই রবিবার থেকে ১৭ টি রুটে তাদের পরিষেবা উন্নতি এবং বৃদ্ধি করছে, কারণ সংস্থাটি মহামারী পূর্ব অবস্থায় ১০০ শতাংশ ফিরে যাওয়ার জন্য কাজ করছে। এক বিজ্ঞপ্তিতে টিটিসি বলেছে, পরিষেবাটি চাহিদার ওপর ভিত্তি করে চলতে থাকবে এবং জনসাস্থ্য বিধি-নিষেধ প্রত্যাহার এবং কর্মক্ষেত্র গুলি পুনরায় খোলার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। মেয়র জন টরি বুধবার বলেন, “আমাদের এগিয়ে যেতে হবে, কারণ কোভিডের সাথে পরিস্থিতি আরো ভালো হচ্ছে বলে মনে হচ্ছে”। তিনি বলেন,” স্বাভাবিক স্তরে পরিষেবা পুনরুদ্ধার করতে শুরু করতে আমাদের একটি পদক্ষেপ নিতে হবে”। এদিকে টিটিসি তাদের অপারেটিং সিস্টেম বাজেট সিটিতে জমা দেয়ার সময় বলেছে, রাইডারশিপ বাড়লে আগামী মাসগুলোতে পরিষেবা ১০০ শতাংশে পুনরুদ্ধার করার পরিকল্পনা রয়েছে। তবে ফেডারেল এবং প্রাদেশিক সরকারের অর্থ সাহায্য ছাড়া টরন্টো সিটিকে ২০২২ সালের জন্য ৩০০ মিলিয়নের পরিকল্পিত ট্রানজিট ও মেরামত প্রকল্প বাতিল করতে হতে পারে।
সূত্র সিটি নিউজ