
ঘোষণা হলো, বিশ্ব চলচ্চিত্রের অভিজাত পুরস্কার অস্কারের মনোনয়ন। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে কানাডিয়ান পরিচালক ডেনি ভিলন্যুভ পরিচালিত সায়েন্স ফিকশন ছবি ডিউন। ছবিটির ঝুলিতে জমা হয়েছে সেরা ছবিসহ ১০টি বিভাগে মনোনয়ন। সেরা চলচ্চিত্রসহ ১২টি বিভাগে মনোনয়ন পেয়ে তালিকার শীর্ষে নেটফ্লিক্সের ছবি ‘দ্য পাওয়ার অব ডগ।