
ইউক্রেন সংকট আর দীর্ঘায়িত করতে চান না রুশ প্রেসিডেন্ট। ফ্রান্স-রাশিয়া বৈঠকে এ বিষয়ে নিজেই আশ্বস্ত করেছেন ভ্লাদিমির পুতিন, এমন তথ্য জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। মস্কোর পর কিয়েভ সফরে যান তিনি। বৈঠক করেন দেশটির প্রেসিডেন্ট ভোলদিমের জেলনস্কির সাথে। সংঘাত বন্ধে দু’দেশের নেতাই নিশ্চয়তা দিয়েছেন বলে জানান ম্যাকরন।