কানাডা
অটোয়া বিমানবন্দরের অপারেশন ব্যাহত করার চেষ্টা করেছিল কয়েক ডজন ট্রাক

বৃহস্পতিবার সকালে অটোয়া আন্তর্জাতিক বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন, কয়েক ডজন ট্রাক অপারেশন ব্যাহত করার প্রয়াসে বিমানবন্দরের আগমন এবং প্রস্থান লুপ প্রদক্ষিণ করেছে। প্রায় ৬০থেকে ৭০ টি হালকা ট্রাক বিমানবন্দর সড়কে প্রদক্ষিণ করেছে। বিমানবন্দরের মুখপাত্র ক্রিস্টা কেলি বলেন, মহামারীর কারণে বিমানবন্দরের ট্রাফিক অত্যন্ত হালকা বিধায় এর প্রভাব এখন পর্যন্ত ন্যূনতম। বিমানবন্দর কর্তৃপক্ষ এ ঘটনায় হতাশা প্রকাশ করে বলেছে, প্রতিবাদকারীরা এমন একটি শিল্পকে ব্যাহত করার জন্য বেছে নিয়েছে যা ইতিমধ্যে মহামারীর দ্বারা ধ্বংস হয়ে গিয়েছে অটোয়া শহর এক টুইটে জানিয়েছে, পরিস্থিতি এখন স্বাভাবিক করা হয়েছে, তবে এ ঘটনায় কেউ গ্রেফতার হয়েছে কিনা তা বলা হয়নি।
সূত্র সিটি নিউজ