যুক্তরাষ্ট্র
মার্কিন নাগরিকদের এখনই ইউক্রেন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার সামরিক পদক্ষেপের হুমকির কথা উল্লেখ করে ইউক্রেনে থাকা আমেরিকান নাগরিকদের অবিলম্বে দেশ ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মস্কো ইউক্রেন আক্রমণ করলে তিনি আমেরিকানদের উদ্ধারে সেনা পাঠাবেন না। যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, জাপান, দক্ষিণ কোরিয়া সহ আরো বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে। সীমান্তের কাছে ১০০,০০০ এর ও বেশি সেনা মোতায়েন থাকা সত্বেও রাশিয়া বারবার ইউক্রেন আক্রমণের পরিকল্পনা অস্বীকার করেছে। মিস্টার বাইডেন বলেন, আমেরিকান নাগরিকদের এখনই চলে যাওয়া উচিত। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী Antony Blinken অস্ট্রেলিয়া সফরে শুক্রবার বলেন, যেকোনো সময়একটি আক্রমণ শুরু হতে পারে।
সূত্র বিবিসি নিউজ