কানাডা
যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে করোনার বিধিনিষেধে বেশকিছু পরিবর্তন আনার ঘোষনা দিয়েছেন ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী জিয়ান-ইয়ুভেস ডুক্লোজ

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে করোনার বিধিনিষেধে বেশকিছু পরিবর্তন আনার ঘোষনা দিয়েছেন ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী জিয়ান-ইয়ুভেস ডুক্লোজ। তিনি জানান, করোনা মোকাবেলায় একটি স্থায়ী পরিকল্পনার জন্য কার করছে সরকার। আগামী সপ্তাহে এসব ঘোষনা দেয়া হতে পারে। বর্তমানে আকাশ এবং স্থলপথে করোনার কঠোর বিধিনিষেধ আরোপ করা আছে।