কানাডা
ট্রাকারদের বিক্ষোভে অর্থায়নের অভিযোগে টরেন্টো-ডোমিনিয়ন ব্যাংকের দুটি ব্যাক্তিগত একাউন্ট বন্ধ করা হয়েছে

ট্রাকারদের বিক্ষোভে অর্থায়নের অভিযোগে টরেন্টো-ডোমিনিয়ন ব্যাংকের দুটি ব্যাক্তিগত একাউন্ট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংটির এক কর্মকর্তা। ওই একাউন্ট দুটিতে ১.১ মিলিয়ন ডলার লেনদেন করা হয়েছে। এদিকে কানাডার আন্দোলন ছড়িয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসেও। প্রায় ৫শ ট্রাক প্যারিসের দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশের সাথে সংঘর্ষ হয়।