
নন্দন নিউজ ডেস্ক: ফরাসি সেনা জানিয়েছে, নিহতরা গত সপ্তাহে প্রতিবেশী বেনিনে ভয়াবহ আক্রমণের সঙ্গে জড়িত।
রোববার (১৩ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর জেনারেল কমান্ডার জানিয়েছেন, সাহেল অঞ্চলে ফ্রান্সের নেতৃত্বাধীন বারখান বাহিনী বেনিনে আক্রমণের সঙ্গে জড়িত সশস্ত্রদের লক্ষ্য করে বিমান হামলা পরিচালনা করে। অভিযানে ৪০ যোদ্ধা প্রাণ হারিয়েছেন।
চলতি সপ্তাহে বেনিনের প্রত্যন্ত অঞ্চলে সশস্ত্র হামলায় ফরাসি সেনাসহ ৯ জন নিহত হন। হামলায় একজন জ্যেষ্ঠ নাগরিকও নিহত হন।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আক্রমণের ঘটনায় জোরাল তদন্তের কথা জানায় ফ্রান্স।
হামলাকারীদের শনাক্ত করার উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছিল।
পশ্চিম আফ্রিকার দেশগুলোর মধ্যে বেনিনের অবস্থা স্থিতিশীল ছিল। অন্যদিকে সাহেল অঞ্চলে আল-কায়েদা ও আইএসআইএলের (আইএসআইএস) হুমকি রয়েছে।
সম্প্রতি বেনিনেও বেশ হামলার ঘটনা ঘটছে। জঙ্গি গোষ্ঠীগুলো হত্যা, গুম, লুটপাটের সঙ্গে জড়িত।