পুলিশ উইন্ডসরের অ্যাম্বাসেডর ব্রিজে অবশিষ্ট বিক্ষোভ ভেঙে দিয়েছে, ১২ জন গ্রেপ্তার

পুলিশ উইন্ডসরের অ্যাম্বাসেডর ব্রিজের অবশিষ্ট বিক্ষোভ রবিবার সকালে ভেঙে দিয়েছে। এসময় বিক্ষোভকারীদের ১২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া প্রায় ৭ থেকে ১০ টি যানবাহন টো করা হয়। পুলিশ আশা করছে আজ বিকালের পর রাস্তা খোলা থাকবে এবং যানবাহন চলাচল করতে পারবে। উইন্ডসোরের মেয়র ড্রিউ ডিলকেনস বলেছেন, একবার পুলিশ পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে কিভাবে সেতুতে যাওয়ার রাস্তা পুনরায় চালু করা যায় তা নিয়ে পরিকল্পনা করা হবে। কানাডা বর্ডার সার্ভিসের এক মুখপাত্র বলেন, যত তাড়াতাড়ি সম্ভব বর্ডারের স্বাভাবিক কর্মকান্ড ফিরিয়ে আনতে তারা আইন প্রয়োগকারী সংস্থার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে। উল্লেখ্য, শুক্রবার অন্টারিওর সুপেরিয়র কোর্টের প্রধান বিচারপতি একটি নিষেধাজ্ঞা মঞ্জুর করে বিক্ষোভকারীদের সন্ধ্যা সাতটার মধ্যে সেতু ছেড়ে যাওয়ার নির্দেশ দেন।
সূত্র সীবিসি নিউজ