কানাডা
অটোয়াতে টানা তৃতীয় সপ্তাহে গড়ানো কনভয় বিক্ষোভের প্রতিবাদে পাল্টা বিক্ষোভ

অটোয়াতে টানা তৃতীয় সপ্তাহে গড়ানো বিক্ষোভের বিরুদ্ধে পাল্টা বিক্ষোভ করেছে শহরের বাসিন্দারা। শনিবার শুরু হওয়া এই পাল্টা প্রতিবাদে অংশ নেয় বিপুলসংখ্যক অটোয়াবাসি। রবিবার সকালেও এ প্রতিবাদ অব্যাহত থাকে। এ সময় তারা প্রধান চৌরাস্তা বন্ধ করে দেয়। যেন প্রধান বিক্ষোভের কেন্দ্রস্থলে অন্যান্য যানবাহন যোগ দিতে না পারে। রবিবার সকাল ৯টায় তাৎক্ষণিক শুরু হওয়া এই পাল্টা প্রতিবাদে দুপুর নাগাদ প্রায় ২০০ লোকের সমাগম হয়। এ সময় তারা “গো হোম ট্রাকারস” এবং “সেন্টার টাউন নেইবারস ডিজারভ্ বেটার” লিখিত চিহ্ন বহন করে। শনিবারের পাল্টা প্রতিবাদে ল্যান্সডাউন পার্কে প্রায় ৫০০ জন লোক জড়ো হয়েছিল। পাল্টা প্রতিবাদকারীদের একজন বলেছেন, তারা আর নিরাপদ বোধ করছেন না। প্রতিবাদকারীরা আরো বলেন, আমাদের শহর সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে।
সূত্র সিবিসি