
ইয়েমেনের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের পাঁচ কর্মীকে অপহরণ করা হয়েছে। ইয়েমেনে নিয়োজিত জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার মুখপাত্র রাসেল গিকি বলেন, কাজ শেষে অ্যাডেনে ফেরার সময় অপহৃত হন তাঁরা। তাঁদের মুক্তি নিশ্চিত করতে ইয়েমেন কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখেছে জাতিসংঘ।