
বার্নলির মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে লিভারপুল। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান গড়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনিয়ো। আফ্রিকান নেশন্স কাপ শেষ করে প্রিমিয়ার লিগে ফিরেছেন সাদিও মানে, মোহামেদ সালাহ। লিগে এ নিয়ে টানা চার জয় পেল লিভারপুল। বার্নলির বিপক্ষে লিগে এটি তাদের টানা তৃতীয় জয়।