কানাডা

অন্টারিও পহেলা মার্চ থেকে তুলে নিচ্ছে ভ্যাকসিন পাসপোর্ট সিস্টেম, প্রবেশ করতে যাচ্ছে রি-ওপেনিং এর দ্বিতীয় ধাপে

অন্টারিও সরকার আগামী পহেলা মার্চ থেকে তুলে নিচ্ছে ভ্যাকসিন পাসপোর্ট সিস্টেম। সেই সাথে আগামী ১৭ই ফেব্রুয়ারি থেকে রি- ওপেনিং পরিকল্পনার দ্বিতীয় ধাপে প্রবেশ করতে যাচ্ছে। তবে এ সময়ে মাস্ক এর প্রয়োজনীয়তা বহাল থাকবে। আগামী বৃহস্পতিবার থেকে রেস্তোরাঁ,বার, সিনেমা হল সহ জিমের সকল ক্ষমতাসীমা তুলে নেয়া হবে। যা আগে একুশে ফেব্রুয়ারি থেকে কার্যকর করার কথা ছিল। প্রদেশটি সোমবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, ভ্যাকসিন পাসপোর্ট সিস্টেম অপসারণ করা হলেও ব্যবসা এবং অন্যান্য সেটিংসে প্রয়োজনে এ পদ্ধতি চালিয়ে যেতে পারবে। আজ এক সংবাদ সম্মেলনে প্রিমিয়ার ডাগ ফোর্ড বলেন, আমিও আপনাদের মত এই খবরের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছি। কিন্তু যে পদক্ষেপগুলি আমরা নিয়েছিলাম তা ছিল একেবারেই প্রয়োজনীয় যা হাজার হাজার জীবন বাঁচিয়েছে। তিনি বলেন, এই জনস্বাস্থ্য ব্যবস্থাগুলি অপসারণ করা সর্বদাই আমাদের উদ্দেশ্য ছিল। আমি মনে করি আমরা সঠিক পথে আছি। তবে long- term কেয়ার হোমে কর্মী এবং দর্শনার্থীদের জন্য একটি ভ্যাকসিন ম্যান্ডেট বহাল থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

সূত্র সিবিসি

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button