সপ্তাহব্যাপী অবরোধের পর আবারো খুলে দেয়া হয়েছে অ্যাম্বাসেডর ব্রিজ বর্ডার ক্রসিং

সপ্তাহব্যাপী অবরোধ শেষে সোমবার মধ্যরাতের কিছুক্ষণ পর খুলে দেয়া হয়েছে অ্যাম্বাসেডর ব্রিজ বর্ডার ক্রসিং। কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি জানিয়েছে, উইন্ডসর অন্টারিও এবং ডেট্রয়েটের মধ্যকার অ্যাম্বাসেডর ব্রিজ সীমান্ত ক্রসিং খুলে দেয়া হয়েছে যা দেশের অন্যতম ব্যস্ততম ক্রসিং।কোভিড ১৯ ব্যবস্থার প্রতিবাদে এই সেতুটি প্রায় এক সপ্তাহ অবরোধের জন্য বন্ধ ছিল। এই সেতুটি দিয়ে প্রতিদিন কয়েক মিলিয়ন ডলারের আমদানি-রপ্তানি কার্যক্রম চলে। সীমান্তের উভয় পাশের রাজনীতিবিদরা এই অবরোধের দ্বারা সৃষ্ট অর্থনৈতিক প্রভাব কে নিন্দা জানিয়েছেন। উইন্ডসরের মেয়র ড্রিউ ডিলকেনস বলেছেন, সেতুতে জাতীয় অর্থনৈতিক সংকট শেষ হয়েছে। তিনি রবিবার প্রকাশিত এক বিবৃতিতে আইন প্রয়োগকারী সংস্থার কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। এদিকে অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড অবৈধ অবরোধের শান্তিপূর্ণ অবসান ঘটাতে সপ্তাহজুড়ে কাজ করার জন্য পুলিশের প্রশংসা করেছেন।
সূত্র সিটি নিউজ, সি বি সি