কানাডা

অটোয়ায় ব্যাকচ্যানেল চুক্তি কনভয় বিক্ষোভের উপস্থিতি কমাবে বলে মেয়রের আশাবাদ

অটোয়ায় ব্যাকচ্যানেল চুক্তি কনভয় বিক্ষোভের উপস্থিতি কমাবে বলে আশা প্রকাশ করেছেন মেয়র জিম ওয়াটসন। সোমবার সকালে ওয়াটসন বলেন, সময়ই বলবে তার এই ব্যাকচ্যানেল চুক্তি অটোয়ায় ফ্রিডম কনভয়ের প্রতিবাদকারীদের উপস্থিতি কমাতে কতটুকু সফল। তিনি বলেন, সোমবার দুপুর পর্যন্ত বিক্ষোভকারীদের স্থানান্তর প্রক্রিয়া শুরু করার জন্য একটি সময় সীমা রয়েছে। তিনি আরো বলেন, আজ থেকে তারা আবাসিক সম্প্রদায়ের সাথে সম্পর্ক আছে এমন সদস্যদের সরাতে সম্মত হয়েছে। এছাড়া, পার্লামেন্ট হিলের আশেপাশে এবং দূরের সকল আবাসিক এলাকা থেকে তাদের বের করে আনতে ৭২ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন মেয়র। সমস্ত covid-১৯ ম্যান্ডেটের বিরুদ্ধে চলমান প্রতিবাদ শেষ করতে একটি ব্যাকচ্যানেল চুক্তির অংশ হিসেবে তিনি এই প্রস্তাবটির রূপরেখা দিয়েছেন। তবে বিক্ষোভকারীরা সময়সীমার মধ্যে সরবে কিনা তা স্পষ্ট নয়। উল্লেখ্য, জানুয়ারি মাসের শেষের দিক থেকে ফ্রিডম কনভয়ের বিক্ষোভকারীরা অটোয়াতে অবস্থান করছেন। দীর্ঘায়িত এ ঘটনাটি অনেক অটোয়াবাসিকে গভীরভাবে হতাশ করেছে।

সূত্র সিটিভি নিউজ

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button