ভারত
দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠায় আরও ৫৪টি চীনা অ্যাপ নিষিদ্ধ করার পরিকল্পনা করছে ভারত

দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠায় আরও ৫৪টি চীনা অ্যাপ নিষিদ্ধ করার পরিকল্পনা করছে ভারত। এসব অ্যাপের মধ্যে রয়েছে সুইট সেলফি এইচডি, বিউটি ক্যাম, সেলফি ক্যামেরা, ভাইভা ভিডিও এডিটর, অ্যাপলক, ডুয়াল স্পেস লাইট ও টেনসেন্ট জিরিভার।