অন্টারিওর ব্যবসা প্রতিষ্ঠানগুলো লং উইকেন্ডের আগে স্বাস্থ্যবিধি শিথিলের পদক্ষেপকে প্রশংসা করেছে

অন্টারিওর ব্যবসা প্রতিষ্ঠানগুলো লং উইকেন্ডের আগে আগামী ১৭ই ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যবিধি শিথিলের পদক্ষেপের প্রশংসা করেছে। কিছু ব্যবসা প্রতিষ্ঠান সীমাবদ্ধতা সরিয়ে পূর্ণ সক্ষমতায় কাজ করার সুযোগ কে স্বাগত জানায়। তবে ভ্যাকসিন সার্টিফিকেট তুলে নেয়ার ক্ষেত্রে এই প্রতিক্রিয়া মিশ্র। জিম এবং রেস্তোরাঁর মত ইনডোর সেটিংসে ক্ষমতার সীমা আগামী বৃহস্পতিবার ১২:০১ মিনিটে উঠে যাবে। প্রিমিয়ার ডাগ ফোর্ড সোমবার সকালে অন্টারিওর শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কাইরেন মুরের সাথে একটি সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে তিনি অন্টারিওর রি-ওপেনিং পরিকল্পনা এবং ভ্যাকসিন পাসপোর্টের প্রয়োজনীয়তার সমাপ্তি ঘোষণা করেন। ফোর্ড এবং মুর উভয়েই রি ওপেনিং এর গতি বাড়ানোর যুক্তি হিসেব কোভিডের সূচকসমূহ এবং টিকা দেয়ার হারের উন্নতির দিকে ইঙ্গিত করেছেন। মঙ্গলবার সকালে সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার আইজ্যাক বোগোচ বলেন, তিনি বিশ্বাস করেন যে এটি জনস্বাস্থ্য ব্যবস্থা শিথিলের উপযুক্ত সময়।
সূত্র সিটি নিউজ