১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে স্কারবরোর একটি স্কুলে এক ছাত্রকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে

১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে স্কারবরোর একটি স্কুলে সোমবার বিকেলে এক ছাত্রকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে। বেলা তিনটার দিকে ডেভিড এন্ড মেরি থমসন কলেজিয়েট ইনস্টিটিউটের জাহিম রবিনসন নামের ১২ তম শ্রেণীর এক ছাত্রের সাথে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার এই ছাত্রকে স্কুলের পেছনের দরজার কাছে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, তারা মনে করছে ঘটনাটি টার্গেটেড ছিল এবং জনসাধারণের নিরাপত্তার কোন ঝুঁকি নেই। ইন্সপেক্টর রিচার্ড উইলিয়ামস বলেন, এটি একটি সম্পূর্ণ দুর্ভাগ্যজনক ঘটনা একজন খুব অল্প বয়সী ব্যক্তি জীবন হারিয়েছে। পুলিশ মঙ্গলবার এক আপডেটে জানিয়েছে, ১৪ বছর বয়সী এই সন্দেহভাজন বিকাল তিনটার পরেই ইনস্টিটিউটের ভিতরে রবিনসনের কাছে এসেছিল, এবং তাকে পেছন থেকে গুলি করে। সোমবার সন্ধ্যা সাতটার আগেই তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। এদিকে, মঙ্গলবার স্কুলটি রিমোট লার্নিং এ সুইচ করেছে। এছাড়া এ ঘটনার পরিপ্রেক্ষিতে ঐ স্কুলের ছাত্রদের সহায়তা দেয়ার জন্য সাপোর্ট কর্মীদেরও ব্যবস্থা করা হয়েছে।
সূত্র সিটি নিউজ/সিপি 24