কানাডায় প্রবেশের জন্য ভ্রমণকারীদের আর মোলিকুলার কোভিড পরীক্ষার প্রয়োজন হবে না

কানাডায় প্রবেশের জন্য ২৮শে ফেব্রুয়ারি থেকে ভ্রমণকারীদের আর মলিকুলার কোভিড পরীক্ষার প্রয়োজন হবে না। ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী জিয়ান ইএভেস ডাকলোস বলেছেন, আগামী ২৮ শে ফেব্রুয়ারি থেকে কানাডায় প্রবেশের জন্য টিকাপ্রাপ্ত ভ্রমণকারীদের আর মলিকুলার কোভিড ১৯ পরীক্ষার প্রয়োজন হবে না। কারণ হিসেবে তিনি কানাডায় কোভিড ১৯ পরিস্থিতির উন্নতির কথা উল্লেখ করেন। এর পরিবর্তে ভ্রমণকারীরা যে দেশ থেকে আসছেন তাদের দ্বারা অনুমোদিত একটি দ্রুত এন্টিজেন টেস্ট বেছে নিতে পারেন। কানাডায় আসা টিকাপ্রাপ্ত প্রাপ্তবয়স্কদের সাথে ভ্রমণ করা টিকাবিহীন শিশুদের আর ১৪ দিন স্কুল বা ডে-কেয়ার থেকে আলাদা থাকতে হবে না। তবে কিছু সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ভ্রমণকারীরা এখনো বিমানবন্দরে randomly একটি মলিকুলার পরীক্ষার জন্য নির্বাচিত হতে পারেন। তবে ফলাফলের জন্য অপেক্ষা করার সময় তাদের কোয়ারেন্টাইন করার প্রয়োজন হবে না। টিকা না দেয়া কানাডিয়ানদের বিমানবন্দরে পরীক্ষা করতে হবে এবং পৌঁছানোর পর আলাদা থাকতে হবে।
সূত্র সিটি নিউজ