ভারত
ভারতের প্রখ্যাত সংগীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই

ভারতের প্রখ্যাত সংগীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই। ৯০ বছর বয়সী এই শিল্পীর মৃত্যুর কথা নিশ্চিত করেন চিকিৎসকরা। গত ২৬ জানুয়ারি অসুস্থ হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হন সন্ধ্যা। চিকিৎসকরা জানান, তার ফুসফুসে সংক্রমণ হয়েছিল। বার্ধক্যজনিত বিভিন্ন রোগেও ভুগছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।