
প্রায় তিন সপ্তাহের যুদ্ধ উত্তেজনার পর, অবশেষে ইউক্রেন সীমান্তে সংকট সমাধানের আভাস মিললো। সীমান্ত এলাকায় মোতায়েন করা সেনা সরাতে শুরু করেছে রাশিয়া। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের মস্কো সফরের মধ্যেই এ ঘোষণা এলো। তবে হামলার আশঙ্কায় এখনও সতর্ক অবস্থানে ইউক্রেন।