
মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে মিললো কারেন রাজ্যে ‘যুদ্ধাপরাধ’ চালানোর প্রমাণ। যাতে, প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬১ জন। এ প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার গ্রুপ- ফোর্টিফাই রাইটস। জানায়, মানবঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, বেসামরিকদের। প্রতিবেদনে বলা হয়, রাজ্যটির গির্জা, বসতভিটা এবং আশ্রয় কেন্দ্রগুলোয় হামলা চালিয়েছে জান্তা।