
বিশ্বকাপ বাছাই পর্বে স্থগিত হওয়া ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচটি আবারও মাঠে গড়াবে বলে জানিয়েছে ফিফা। অবশ্য কবে কোথায় হবে তা এখনো জানানো হয়নি। গত বছরের সেপ্টেম্বরে বাছাই পর্বে মুখোমুখি হয়েছিলো ব্রাজিল-আর্জেন্টিনা। কিন্তু আর্জেন্টিনার ৪ ফুটবলার দেশটির করোনা ভাইরাসের বিধিনিষেধ না মেনে ম্যাচে অংশ নেয়ায় খেলা বন্ধ করে দেয় ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ।