অটোয়ার কেন্দ্রস্থলে বিক্ষোভকারীদের এখনই এলাকা ছেড়ে যাওয়ার জণ্য পুলিশের সতর্কতা জারি

অটোয়ার কেন্দ্রস্থলে বিক্ষোভকারীদের বুধবার সংসদীয় এলাকা ছেড়ে যাওয়ার জন্য নতুন করে পুলিশের সর্তকতা জারি করা হয়েছে। অফিসাররা ওয়েলিংটন স্ট্রীট এর পাশে ক্যাম্পে থাকা বিক্ষোভকারীদের নোটিশ দিয়ে বলেছেন, এখনই তাদের এলাকা ছেড়ে যেতে হবে। পুলিশের এই ধরনের সর্তকতা এটিই প্রথম নয়। তবে ফেডারেল সরকার নতুন আইন প্রণয়ন করার পরে এটি প্রথমবার যা পুলিশকে পরিস্থিতি হাতে নেয়ার জন্য নতুন ক্ষমতা দেয়। বুলেটিনে বলা হয়েছে, কেউ রাস্তা অবরোধ করলে বা রাস্তা অবরোধে সাহায্য করলে সে আইন ভঙ্গ করছে। ফলে তাকে গ্রেপ্তার করা হতে পারে। এতে আরও বলা হয় যে কেউ চলমান বিক্ষোভে যোগ দেয়ার উদ্দেশ্যে অটোয়াতে আসার মানে হলো তিনি আইন ভঙ্গ করছেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার ইতিহাসে প্রথমবারের মতো সোমবার এই বিশেষ আইনের আহ্বান জানান। এই আইনের অধীনে শিশুদের সরকারবিরোধী অবরোধে নিয়ে আসা, সরাসরি বিক্ষোভে অংশ নেয়া বা জড়িতদের জন্য খাদ্য ও জ্বালানি সরবরাহ করার জন্য ৫000 ডলার পর্যন্ত জরিমানা অথবা পাঁচ বছরের জেল হতে পারে।
সূত্র cp24