নিখোজের ১৪ বছর পর ক্যান্ডিস ফিটজপ্যাট্রিকের দেহাবশেষ উদ্ধার করেছে ডারহাম পুলিশ

নিখোঁজের ১৪ বছর পর অশাওয়াতে ক্যান্ডিস ফিটজপ্যাট্রিকের দেহাবশেষ খুনি অ্যাডাম স্ট্রং এর সহায়তায় উদ্ধার করেছে ডারহাম পুলিশ। বুধবার পুলিশ বলেছে যে, স্ট্রং গত গ্রীষ্মে কারাগারে থাকা কালিন সংশোধনমূলক কর্মীদের কাছে ফিটজপ্যাট্রিকের অবস্থান সম্পর্কে তথ্য প্রকাশ করে। পরের সপ্তাহ গুলিতে পুলিশ তার সাথে একাধিক সাক্ষাৎকার পরিচালনা করে এবং স্ট্রং পুলিশকে দেহাবশেষের কাছে নিয়ে গিয়েছিলেন। পুলিশ জানায়, তদন্তকারীরা পরবর্তীতে স্ট্রং কে হেফাজতে নেয়ার জন্য বিচারবিভাগীয় অনুমোদন লাভ করে এবং ৪ নভেম্বর একটি অপারেশন পরিচালনা করে। ৮-১৩ই নভেম্বরের মধ্যে ঘটনাস্থলে মানুষের দেহাবশেষ পাওয়া যায়। বুধবার পুলিশ নিশ্চিত করে যে দেহাবশেষ গুলি
ফিটজপ্যাট্রিকের। যা তার নিখোঁজ হওয়ার ১৪ বছর পরে পাওয়া গিয়েছে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, দেহাবশেষ এর অবস্থান শনাক্ত করার জন্য স্ট্রং কে পুলিশ কোন প্রণোদনা দেয়নি। উল্লেখ্য, স্ট্রং কে ২০২১ সালে প্রাথমিকভাবে ২০১৭ সালে নিখোঁজ হওয়া ররি হাচে এবং ফিটজপ্যাট্রিক এর মৃত্যুর জন্য দুটি প্রথম ডিগ্রী হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল।
সূত্র cp24