কানাডা

কোভিডের বিধিনিষেধ থেকে বেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন প্রিমিয়ার ডাগ ফোর্ড

কোভিড কে বিদায় জানানোর পাশাপাশি কোভিডের বিধিনিষেধ থেকে বেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে বলে গতকাল মন্তব্য করেছেন অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড। মঙ্গলবার ফোর্ড বলেন, কোভিডের সংক্রমণ কমানোর জন্য প্রয়োগ করা জনসাস্থ্য বিধিনিষেধ থেকে বেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে। কারণ ভ্যাকসিন পাসপোর্ট এবং মাস্ক পরে চলার নিয়ম গুলি এখন শেষ করার সময় হয়েছে। অন্টারিওর রি ওপেনিং প্ল্যান এবং ভ্যাকসিন পাসপোর্ট উঠিয়ে নেয়ার পরিকল্পনা ঘোষণা করার একদিন পরে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, এই ম্যান্ডেট গুলি সরানোর জন্য তিনি আগ্রহী। তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বলেন, পহেলা মার্চ আমরা এটি থেকে এগিয়ে যাচ্ছি। এদিকে ডাক্তার কাইরেন মুর বলেছেন, অন্টারিওতে আরো কিছু দিনের জন্য মাস্ক এর প্রয়োজন হতে পারে। উল্লেখ্য, প্রদেশটি এখনো মাস্ক এর প্রয়োজনীয়তা শেষ করার কোন তারিখ ঘোষণা করেনি। তবে ফোর্ড জনগণকে সতর্ক করে বলেছেন, আমরা চিরকাল এই অবস্থানে থাকতে পারিনা। আমাদের এর সাথে বাঁচতেএবং জীবনের সাথে চলতে শিখতে হবে।

সূত্র সিটি নিউজ

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button