ব্রাম্পটনে ব্যাপক বন্যার পর কয়েক ডজন বাড়ি ঘর থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে

ব্রামপ্টনে গত দুইদিন ধরে বৃষ্টির কারণে সৃষ্ট ব্যাপক বন্যার পর কয়েক ডজন বাড়ি ঘর থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। সিটির কর্মকর্তারা অনুমান করেছেন যে, হুরোন্টারিওর কাছাকাছি চার্চভিল নেইবারহুডে ৫০ টিরও বেশি বাড়ি খালি করা হয়েছে। ব্রামপ্টনের ফায়ার চিফ বিল বয়েস বলেন, পানি এত দ্রুত বাড়ছিল যে ক্রুদের উদ্ধার অভিযান শুরু করতে হয়েছিল। তিনি বলেন, এ সময় ক্রুরা বাসিন্দাদের এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সরাতে উদ্ধারকারী নৌকা ব্যবহার করে । কখন লোকেরা তাদের বাসস্থানে ফিরে যেতে পারবে তা নির্ধারণ করার আগে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা হচ্ছে বলে তিনি জানান। ব্রামপ্টনের মেয়র প্যাট্রিক ব্রাউন বলেন, ক্রেডিট নদীর বরফের বাধ থেকে বন্যার সূত্রপাত বলে মনে হচ্ছে। তিনি বৃহস্পতিবার রাতে আরো জানান, বন্যার কারণে প্রায় ১০০ টি বাড়ির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।
সূত্র সিটি নিউজ