কিছু সেক্টরের জন্য বাধ্যতামূলক টিকা নীতি আর প্রয়োজন নাও হতে পারে, বলেছেন অন্টারিওর শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা

কিছু সেক্টরের জন্য বাধ্যতামূলক টিকা নীতির আর প্রয়োজন নাও হতে পারে, বৃহস্পতিবার একথা বলেছেন অন্টারিওর শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কাইরেন মুর। তিনি বলেন, অন্টারিওতে কোভিড ১৯ এর অমিক্রণ সংক্রমনের সবচেয়ে খারাপ সময় টি আমরা পার করে ফেলেছি। বেশ কয়েক সপ্তাহ আগে আমরা সংক্রমণের শীর্ষে পৌঁছে ছিলাম এবং এটি হাসপাতলে ভর্তি বৃদ্ধির সাথে সম্পর্কিত। জানুয়ারির তৃতীয় সপ্তাহে এ সংক্রমণ শীর্ষে পৌঁছে ছিল এবং তারপর থেকে তা কমতে শুরু করে। তিনি আরো বলেন, এখনো কোভিড ১৯ সম্পর্কিত একটি ঝুঁকি বিদ্যমান রয়েছে যে কারণে পাবলিক স্পেসে মাস্ক পড়ার মতো স্বাস্থ্যব্যবস্থা এখনো বহাল রয়েছে। তিনি এবং তার দল কখন এই আদেশ প্রত্যাহার করা যেতে পারে তা নির্ধারণের জন্য সংক্রমণ প্রবণতার পর্যবেক্ষণ চালিয়ে যাবেন বলেও উল্লেখ করেন। উল্লেখ্য, ডাক্তার কাইরেন মুর বৃহস্পতিবার কোভিড ১৯ সংক্রান্ত এই সংবাদ সম্মেলন করেন।
সূত্র cp24